সুপ্রবাসের উদ্যোগে প্রিয়জন পুনর্মিলন

 প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

সুপ্রবাসের উদ্যোগে  প্রিয়জন পুনর্মিলন


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

প্রবাসীদের সংগঠন "সুনামগঞ্জ প্রবাসী সম্মাননা সংসদ' (সুপ্রবাস) এর আয়োজনে প্রিয়জন পুনর্মিলন প্রবাসী স্বজন সহযোগে একটি বৈঠক ও সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জের শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সুপ্রবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পিএসসি'র প্রাক্তন চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক।

প্রফেসর সাব্রে সাবেরীনের সভাপতিত্বে ও সমাজকর্মী আশরাফ হোসাইন লিটনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন সলিসিটর জেসমিন আরা বেগম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, প্রবাসী কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, প্রবাসী মারুফ চৌধুরী, ডা. রুহুল আমিন হাসান, ইজাজ আহমদ অপু, ইমদাদুন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, প্রবাসী জুলকার নাইন হায়দার, কাউসার, মাসুদুল, প্রবাসী কবি নার্গিস কবির, কয়েছ পীরজাদা, আব্দুস শহীদ, সাইদানীল আফরোজা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, কবি কোহিনূর বেগম, লেখক ও গবেষক সুবাস উদ্দিন, মাসুদ আহমেদ, প্রভাষক মশিউর রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রভাষক মাসুদ মরল, সাংবাদিক শামসুল কাদির মিছবাহ, সংস্কৃতিকর্মী ও কণ্ঠশিল্পী মাসুম, আবু সালেহ, দ্বিপাল ভট্টাচার্য্য, ইজাজুল হক চৌধুরী নাসিম প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: